কালিন্দী ইউনিয়ন বাসীর অবগতির জন্য জানানো যাইতেছে যে, দেশজুরে শুরু হয়েছে ভোটার হালনাগাদ কার্যক্রম।
১৯৯৯ সালের ১জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের ভোটার তালিকাভুক্ত করার এ কাজ চলবে ১৫ ডিসেম্বর-২০১৬ পর্যন্ত।
কেরানীগঞ্জ নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য বলা হল।
নতুন তালিকাভুক্ত হবার পাশাপাশি, ভোটার এলাকা স্থানান্তর ও নাম কাটারও সুযোগ রয়েছে।
দেশজুরে এ কার্যক্রম চলবে, ভোটার তালিকা হালনাগাদ শেষে আগামী ২জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হবে।
করনীয়ঃ
ইসির নির্দেশনায় বলা হয়েছে, বাদ পড়া ভোটাররা সংশ্লিষ্ট উপজেলা বা ইউনিয়ন বা পৌরসভা সচিবের অফিস হতে ভোটার নিবন্ধন ফরম সংগ্রহ করবেন। ফরম পূরন করে জন্মনিবন্ধন সনদ, এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে) অন্যান্য কাগজপত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন।
২০০৮ সালে বাংলাদেশে সর্বপ্রথম ছবিযুক্ত ভোটার তালিকা প্রণীত হয়। সে সময় ৮কোটি ১০ লাক্ষেরও বেশি নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে বর্তমানে ভোটার ৯কোটি ৯৮লাখ ৯৮হাজার ৫৫৩জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫কোটি ৩লাখ ২০ হাজার ৩৬২জন ও নারী ভোটার ৪কোটি ৯৫লাখ ৭৮ হাজার ১৯১জন।
আপনাদের সেবায়ঃ মোঃ নাজমুল হক (উদ্যোক্তা)
কালিন্দী ইউনিয়ন ডিজিটাল সেন্টার
কেরানীগঞ্জ, ঢাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS